ডার্ক মোড
Sunday, 23 February 2025
ePaper   
Logo
চাঁপাইনবাবগঞ্জে মাওলানা আজহারীর মাহফিলে লাখো মুসল্লীর ঢল

চাঁপাইনবাবগঞ্জে মাওলানা আজহারীর মাহফিলে লাখো মুসল্লীর ঢল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে জাবানুল নূর ফাউন্ডেশনের উদ্যোগে বিশাল তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লালাপাড়া মোড় এলাকায় এসাহাক উদ্দিন মিঞার আম্রকাননে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মাওলানা মো. মিজানুর রহমান আজহারী। বিশেষ মুফাসসির হিসেবে বক্তব্য দেন- বাংলাদেশ মাজলিসুল মুফাসিরিনের সেক্রেটারি জেনারেল মাওলানা মো. নূরুল আমিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার।

জেলা জামায়াতের আমির ও জাবালুন নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবুজার গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠিত তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল।

প্রায় সোয়া এক ঘণ্টার বক্তব্যের শুরুতেই ফ্যাসিবাদের পতনে ৫ আগস্টের যে অভ্যুত্থান, ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য, সেই ঐক্য ধরে রাখার আহ্বান জানান মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি বলেন- যখন আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি, আর যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের তোমরা জেন-জি। তোমরা দেখিয়ে দিয়েছ, কীভাবে জালিমদের শায়েস্তা করতে হয়। চোখের ইশারায় কী তাদের কানেক্টিভিটি, কি তাদের বোঝাপড়া। এটা ধরে রাখতে হবে। আগামীর বাংলাদেশ হবে ঐক্যের বাংলাদেশ। নতুন করে আর কোনো ফ্যাসিবাদ যেন আসতে না পারে সেই জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে।

এসময় তিনি হজরত মোহাম্মদ (স.) কে নিয়ে, আল্লাহকে নিয়ে যে বা যারা কটূক্তি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য অন্তর্র্বতী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পরে তিনি পবিত্র রমজান মাসের গুরুত্ব, তাকোয়ার গুরুত্বসহ কুরআনের আলোকে বক্তব্য দেন।

এর আগে বেশ কদিন আগে থেকেই মাহফিল স্থলে তৈরি করা হয় বিশাল প্যান্ডেল। নিয়োগ করা হয় শত শত স্বেচ্ছাসেবক। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আয়োজকদের পক্ষ থেকে চিকিৎসার ব্যবস্থা রাখা হয়।
গত শুক্রবার রাত থেকেই দূরদূরান্ত থেকে মাওলানা মো. মিজানুর রহমান আজহারীর ওয়াজ শোনার জন্য ধর্মপ্রাণ মানুষ মাহফিল স্থলে আসতে থাকেন। শনিবার মানুষের ঢল নামে। সকাল থেকেই স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। ইসলামী সংগীতও পরিবেশন হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন