ডার্ক মোড
Saturday, 20 April 2024
ePaper   
Logo
চাঁপাইনবাবগঞ্জে চ্যানেল আইয়ের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

চাঁপাইনবাবগঞ্জে চ্যানেল আইয়ের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বাংলা ভাষার প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’-এর ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার ( সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের হল রুমে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে অতিথিদের নিয়ে জন্মদিনের কেক কাটেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমদ শিমুল। স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আই’র জেলা প্রতিনিধি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু।

অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ ড. প্রফেসর শংকর কুমার কুন্ডু, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ এ কে আলমগীর জাহান, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক, সাধারণ সম্পাদক ও ‘দৈনিক চাঁপাই চিত্র’র সম্পাদক মোঃ কামাল উদ্দিন, সাপ্তাহিক সোনামসজিদের সম্পাদক মোহাঃ জোনাব আলী, জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়ারম্যান আলহাজ এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা, ‘দৈনিক গৌড় বাংলা’র ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির।

উপস্থাপিকা রাশিদা নসিব শিশিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমার চ্যানেল আই দর্শক ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি কবি এনামুল হক তুফান। বক্তব্য রাখেন, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোস্তাক হোসেন, ফারুকা বেগম, রাইহানুল ইসলাম লুনা, আমার চ্যানেল আই দর্শক ফোরামের সদস্য আলহাজ¦ শামসুল হক, আলহাজ আব্দুল আওয়ালসহ অন্যরা।

অনুষ্ঠানে জেলার বিশিষ্টজনেরা, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন ‘চাঁপাই দর্পণ’ উপদেষ্টা পরিষদের সদস্যগণ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্যগণ, ‘দর্পণ ইয়ুথ ক্লাব’ এর সদস্যগণ, বাংলাদেশ কান্ট্রি গেমস এ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সদস্যগণসহ জেলার অসংখ্য সাধারণ মানুষ ও কৃষকগণ। সকলে চ্যানেল আই’র উত্তরোত্তর উন্নতি ও দীর্ঘায়ু কামনা করেছেন অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায়।

বক্তারা চ্যানেল আই’র উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ স্যারকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা ও প্রাথমিক সরকারী বিদ্যালয়ের অব. প্রধান শিক্ষক ফারুকা বেগম। শেষে আমার চ্যানেল আই দর্শক ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ইকবাল মনোয়ার খান চান্না’র শারিরিক সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন