
চট্টগ্রামে ভবন থেকে পড়ে সুবর্ণচরের ৩ নির্মাণ শ্রমিক নিহত
মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী)
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন রঙ্গম কনভেনশন হলের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নয়তলা থেকে পড়ে সুবর্ণচর উপজেলার তিন নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটে আজ শুক্রবার দুপুর আনুমানিক ১২ টার দিকে। নিহতদের লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের হিমঘরে রাখা হয়েছে। নিহতরা হলেন নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের ছেলে মো. সেলিমের ছেলে ফখরুল ইসলাম (২৬) পূর্ব চরবাটা ইউনিয়নের চর নাঙ্গলিয়া গ্রামের আবুল কালামের ছেলে রাশেদ (২৪) এবং চরক্লার্কের মো. ফিরোজের ছেলে মো. হাসান (২৮)।
মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার উপপরিদর্শক শেখ তারিকুল ইসলাম। তিনি বলেন, তিন শ্রমিকের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ওই ভবনের আরেক শ্রমিক মো. রাসেল প্রথম আলোকে বলেন, কোতোয়ালি থানাধীন রঙ্গম কনভেনশন হল ভবনটি ১১ তলার। ওই তিনজন ৯ তলায় কাজ করছিলেন। হঠাৎ তিনজনই একসঙ্গে নিচে পড়ে যান।
এদিকে দুঃসংবাদের খবর শুনে চট্টগ্রামে অবস্থানরত সুবর্ণচরবাসীসহ নির্মাণশ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ চট্টগ্রাম মেডিকেলে ছুটে যান। সুবর্ণচর উপজেলা সমিতি, চট্টগ্রাম-এর পক্ষে দপ্তর সম্পাদক মনির উদ্দিন, কার্যকরী সদস্য জাহাঙ্গীর আলম ও শহীদুল ইসলাম এবং নির্মাণ শ্রমিক সংগঠনের বিভাগীয় সাধারণ সম্পাদক নুর আহাম্মদ সহ শতাধিক সুবর্ণচরবাসী হাসপাতালে উপস্থিত হয়ে নিহতদের পরিবারকে সহানুভূতি জানান। সমিতির পক্ষ থেকে জানানো হয়, নিহতদের দাফন, ক্ষতিপূরণ ও আইনি সহায়তায় সব ধরনের সহযোগিতা করা হবে।
আকস্মিক এ মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন