ডার্ক মোড
Saturday, 20 April 2024
ePaper   
Logo
ঘোড়াঘাটে পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

ঘোড়াঘাটে পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। রবিবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর সকাল ৮ টায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পর্যায়ক্রমে- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, ঘোড়াঘাট থানা, ফায়ার সার্ভিস, সরকারি কলেজ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলার বিভিন্ন দপ্তর, ঘোড়াঘাট প্রেস ক্লাব, এনজিও পর্ষদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন।

উপজেলা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশন শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উদ্বোধন করে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম ও ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির। এরপর পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন পরিদর্শন করেন অতিথিরা। এরপর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মানি হিসেবে আর্থিক চেক প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল আনোয়ার, পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সদের আলী খন্দকার, সাজ্জাত হোসেন, আসাদুজ্জামান ভুট্টু প্রমুখ। অনুষ্ঠান শেষে খেলাধুলার বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন