ডার্ক মোড
Thursday, 28 March 2024
ePaper   
Logo
গ্যাস, বিদ্যুৎসহ জ্বালানি তেলের দাম কমান: ড. কামাল

গ্যাস, বিদ্যুৎসহ জ্বালানি তেলের দাম কমান: ড. কামাল

নিজস্ব প্রতিবেদক

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুৎসহ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে জনজীবনে সীমাহীন দুর্ভোগ নেমে এসেছে। তিনি গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গ্যাস, বিদ্যুৎসহ জ্বালানি তেলের দাম কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

গণফোরামের কেন্দ্রীয় কমিটির এক সভায় ড. কামাল এসব দাবি জানান। শনিবার রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে ড. কামাল হোসেনের সভাপতিত্বে ওই সভা হয়।

ড. কামাল হোসেন বলেন, আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবিতে দেশব্যাপী জনমত গঠনে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে তিনি সমমনা রাজনৈতিক দল ও ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান, সভাপতি পরিষদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল, মোকাব্বির খান, এস এম আলতাফ হোসেন, ডা. আব্দুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক), আব্দুল মমিন চৌধুরী, মোস্তাক আহম্মেদ, শাহ নূরুজ্জামান, সেলিম আকবর প্রমুখ।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন