ডার্ক মোড
Sunday, 23 February 2025
ePaper   
Logo
গোপালগঞ্জে প্রতিপক্ষের বিরুদ্ধে অবৈধভাবে হিন্দু সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে খাটরা সার্বজনীন কালীবাড়ির সাঃ সম্পাদককে প্রাণনাশের হুমকির অভিযোগ

গোপালগঞ্জে প্রতিপক্ষের বিরুদ্ধে অবৈধভাবে হিন্দু সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে খাটরা সার্বজনীন কালীবাড়ির সাঃ সম্পাদককে প্রাণনাশের হুমকির অভিযোগ

গোলাম রব্বানী, গোপালগঞ্জ

গোপালগঞ্জ ২১ ডিসেম্বর/ গোপালগঞ্জ পৌরসভাধীন শহর- সংলগ্ন ৭ নং ওয়ার্ডের ৮৯ নং ঘোষেরচর মৌজায় আরএস ৩৭৫ ও এসএ ৪৮৫ খতিয়ানের ৪৩৫৫ দাগের এক একরের একটি হিন্দু মালিকানাধীন সম্পত্তিতে ভূমিদস্যু, জালিয়াতিচক্র ও অবৈধ দখলকারীদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দিয়েছে পুলিশ। ওই সম্পত্তি অবৈধভাবে দখল করতে গিয়ে দখলকারী-চক্রের সৃজিত দু’টি দলিলই (১৭/৪/১৯৬২ তারিখে রেজিঃ কৃত দলিল নং -২৩২২ এবং ১২/১০/১৯৬২ তারিখে রেজিঃ কৃত দলিল নং - ৪৪১১) অসত্য, তঞ্চকতা, যোগসাজসী, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, সন্দেহাতীত ও জাল—জালিয়াতের মাধ্যমে সৃষ্টি বলে তদন্ত। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, পৌরসভাধীন শহর সংলগ্ন ৭ নং ওয়ার্ড এর আওতাধীন ৮৯নং ঘোষেরচর মৌজার আর,এস ৩৭৫ ও এস,এ ৪৮৫ খতিয়ানের একটি হিন্দু মালিকানাধীন সম্পত্তি সাবেক দাগ ৪৩৫৫ /হাল ৭১১৮ দাগের ১০০ শতাংশ জমি আরএস রেকর্ডে তারিনী চরন মাঝি পিতা - চন্ডি চরন মাঝির নামে এবং এসএ রেকর্ডে তারিনী চরন মাঝির দুই পুত্র নারায়ন চন্দ্র মজুমদার ও নগেন্দ্রনাথ মজুমদারের নামে ১০০ শতাংশ শুদ্ধমতে রেকর্ড বিদ্যমান থাকে। অতপর নগেনদ্রনাথ মজুমদার নিঃসন্তান অবস্হায় মৃত্যুবরন করায় তার আপন ভ্রাতা নারায়ন চন্দ্র মজুমদার সকল স্হাবর ও অস্হাবর সম্পত্তির মালিক হন। নারয়ন চন্দ্র মজুমদার মৃত্যুর পর জীবন স্বত্ব উত্তরাধিকারীনি হিসেবে তার স্ত্রী মানদা সুন্দরী মুজমদার এবং উত্তরাধিকার সূত্রে তার কন্যা মল্লিকা রানী বিশ্বাস এর দুই পুত্র - ১.উজ্জ্বল বিশ্বাস ও ২.জুয়েল বিশ্বাস (ওয়ারিশ সূত্রে) প্রাপ্ত হইয়া ১০০ শতাংশ হইতে ১৪ শতাংশ জমি গোপালগঞ্জ এস আর অফিসের রেজিস্ট্রিকৃত ৬১২৯/১৩ নং দলিল মূলে গত ২৪/০৯/২০১৩ ইং তারিখে মোসাম্মৎ জাকিয়া বেগম, জং- মৃত লিয়াকত আলি বিশ্বাসের নিকট বিক্রি করেন এবং অবশিষ্ট ৮৬ শতাংশ ভূমি দীর্ঘদিন মল্লিকা রানী বিশ্বাস ও তার দুই পুত্র দীর্ঘদিন ভোগদখল ও দেখভাল করিয়া আসিতেছে।

জানা যায়, সম্প্রতি ৫ আগষ্ট সরকারের পট পরিবর্তন হওয়ার পর ওই ভূমিতে ভূমিদস্যু, জালিয়াতি চক্র অবৈধ দখলকারীরা মাটি ভরাটের কাজ শুরু করলে মল্লিকা রানী বিশ্বাসের পক্ষে তারই সন্তান শ্রী উজ্জ্বল বিশ্বাস, গোপালগঞ্জ খাটরা সার্বজনীন কালিবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক ওই কাজ বন্ধকরণসহ অবৈধ দখলকারীদের পেশীশক্তি, ভয়ভীতিসহ নানা হুমকি—ধমকি থেকে রেহাই পেতে জমি ভোগদখল নিশ্চিতকরণসহ নিজের জীবন ও পরিবারের যান-মালের নিরাপত্তা চেয়ে গোপালগঞ্জ জেলা প্রশাসক, গোপালগঞ্জ পুলিশ সুপার, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার, সেনাক্যাম্প কমান্ডার, গোপালগঞ্জ এনএসআই, গোপালগঞ্জ, র‍্যাব-৮ মাদরীপুর ও চেয়ারম্যান দুদক অফিস, ঢাকা এবং দুদক অফিস গোপালগঞ্জ বরাবরে লিখিতভাবে অভিযোগ পাঠিয়েছেন।

সে আবেদনের প্রেক্ষিতে বাদী ও বিবাদীগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সকল রেকর্ডপত্র, দলিল দস্তাবেজ পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা সহ বিষয়টি তদন্ত করে গত ৪ ডিসেম্বর গোপালগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম ও অফিসার ইনচার্জ মীর মোঃ সাজেদুর রহমান ৫ ডিসেম্বর ৭২৩৯ নং সদয় স্মারকে পুলিশ সুপার বরাবরে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিপক্ষ উক্ত তদন্ত রিপোর্ট পাওয়ার পর ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ ভূমিদ,স্যু তানজু মোল্যা(৫৮) গং, পিতা: মৃত আবু বকর মোল্যা, মাতা: মৃত ফজেরা বেগম,সাং ঘোষেরচর উত্তরপাড়া, লতিফপুর, গোপালগঞ্জ নিজের মুঠো ফোন (মোবা: নং- 01754653555) থেকে ফোন করে বাড়িতে এসে জীবনে মেরে ফেলার হুমকি প্রদান করেন, (কল রেকর্ড সংযুক্ত)। হুমকি পরবর্তীতে উজ্জ্বল বিশ্বাস, নিজের জীবন ও পরিবারের যান-মালের নিরাপত্তা চেয়ে গোপালগঞ্জ সদর থানায় গত ২৪/০১/২০২৫ তারিখের ১২৩৮ নাম্বার জিডি করেন। গোপালগঞ্জ বিজ্ঞ আমলী আদালতে প্রসিডিউর হয় এবং বিজ্ঞ আদালত শুনানি অন্তে প্রকিউশনের অনুমতি প্রদান করেন। এরপর গত ৩০/০১/২০২৫ ইং তারিখ বিকাল আনুমানিক সাড়ে ৫ ঘটিকার সময় জুয়েল বিশ্বাস তাদের উক্ত জমিতে গেলে প্রতিপক্ষ রহিত বিশ্বাস গং, পিতা: মৃত আছাদ বিশ্বাস এবং আহাদ আলী মোল্যা গং, পিতা: মৃত হারান মোল্যা, সর্বসাং- ঘোষেরচর, লতিফপুর, গোপালগঞ্জ, জুয়েল বিশ্বাসের উপর আক্রমণ করে এবং তারা দুই ভাই পুনরায় জমিতে গেলে খুন, গুম, রক্তাক্ত জখমসহ প্যাকেট করে ইন্ডিয়া পাঠিয়ে দেবে মর্মে হুমকি প্রদান করে। ইতোপূর্বে ৩-৪ বছর পূর্বে উজ্জ্বল বিশ্বাস ও জুয়েল বিশ্বাস-কে কৌশলে ফোন করে ডেকে নিয়ে ঘোষেরচর বিসিক ব্রীজের পশ্চিম পাশে একটি কাঠের দোকানের সামনে মারপিট করে চরমভাবে জখম করে। এছাড়াও উক্ত ভূমি দস্যুদের বিরুদ্ধে সরকারি দলিল দস্তাবেজ নথি তসরুপ ঝসহ জাল জালিয়াতি ও চাঁদাবাজির মামলা একাধিক মামলা চলমান রয়েছে। (কপি সংযুক্ত) উদাহরণস্বরূপ: সত্যেন বাইন,পিং মৃত দীন বন্ধু বাইন সাং- ঘোষেরচর উত্তরপাড়া, গোপালগঞ্জ এর জমি অবৈধভাবে দখলদারদের কাজে বাধা দিতে গেলে তানজু মোল্যা গং গুন্ডাবাহিনী নিয়ে মেরে মেরে তার হাত পা ভেঙ্গে ফেলে তার যার হাত পা ভেঙে ফেলে। তিনি কোনোরকম জীবনে বেচে আছে।

এ বিষয়ে জেলা প্রশাসক, গোপালগঞ্জ এবং ইউএনও, গোপালগন্জ সাদর, গোপালগঞ্জ সহ অন্যান্য সংস্থার তদন্ত কার্যক্রম বর্তমান চলমান রয়েছে। এ বিষয়ে অভিযুক্ত বিবাদীদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের সাক্ষাৎ না পাওয়ায় তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন