ডার্ক মোড
Friday, 11 October 2024
ePaper   
Logo
গুনীজন সংবর্ধনা পেলেন ডিবি প্রধান হারুন

গুনীজন সংবর্ধনা পেলেন ডিবি প্রধান হারুন

নিজস্ব প্রতিবেদক

মুজিব নগর দিবস উদযাপন উপলক্ষে সোমবার (৮ মে) ‘স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে স্বাধীনতা একাডেমি ফাউন্ডেশন।

অনুষ্ঠানে কয়েকজন গুনীজনকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। অন্যান্য গুনীজনদের মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদকেও সংবর্ধনা দেয়া হয়।

সোমবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) সেমিনার হলে স্বাধীনতা একাডেমি ফাউন্ডেশনের সভাপতি, আইইবি’র সাবেক সভাপতি ও গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা মো. কবির আহমেদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ডিবি প্রধান হারুনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রকৌশলী কবির আহমেদ ভূঞা এবং আওয়ামী লীগের উপদেষ্টা ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাফফর হোসেন পল্টু।

গুনীজন সংবর্ধনা পেলেন ডিবি প্রধান হারুন

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন