ডার্ক মোড
Thursday, 27 February 2025
ePaper   
Logo
গণহত্যার বিচার না করে কাউকে নির্বাচনের সুযোগ দেওয়া যাবে না : ইসমাইল সম্রাট

গণহত্যার বিচার না করে কাউকে নির্বাচনের সুযোগ দেওয়া যাবে না : ইসমাইল সম্রাট

নোয়াখালী প্রতিনিধি

বাংলাদেশ জন-অধিকার পার্টির চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল সম্রাট অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেছেন, বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা ভেঙে গিয়েছে, আপনি নির্বাচন ব্যবস্থা সংস্কার করুন, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ধ্বংস হয়ে গিয়েছিল, ভোটের অধিকার ফিরিয়ে দিন। সত্যিকার অর্থে যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল, সেই গণহত্যাকারীদের বিচার না করে যদি কোন নির্বাচন করা হয়, তাহলে সেটা এদেশের মানুষের সঙ্গে প্রহসন করা হবে।

তিনি বলেন, আমরা দেখতেছি অনেকেই অনেক সুরে কথা বলছে, যে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হবে, তাদেরকে তো নিষিদ্ধ করা হয়নি। আমরা বলবো, গণহত্যার বিচার না করে কাউকে নির্বাচনের সুযোগ দেওয়া যাবে না। তা হলে জাতির সঙ্গে বেইমানি হবে, বাংলাদেশের মানুষের সঙ্গে সেভ প্রতারণা ছাড়া আর কিছুই হবে না।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে নোয়াখালী জেলা শহরের টাউন হলে বাংলাদেশ জন-অধিকার পার্টি নোয়াখালী জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসমাইল সম্রাট আরো বলেন, যদিও বলা হয় এই সরকার বিপ্লবী সরকার, এই সরকার ২৪ এর গণঅভ্যুত্থানের সরকার। কিন্তু এই সরকার জনগনের সঙ্গে নাই, জনবিচ্ছিন্ন একটা সরকার। এই সরকার এখন পর্যন্ত গণহত্যার বিচার করতে পারে নাই, এই সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণ করতে পারে নাই।

জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার আগে কোন অবস্থাতেই স্থানীয় নির্বাচন দেওয়া যাবেনা বলে মন্তব্য করে তিনি বলেন, সরকারের সঙ্গে সেনাপ্রধানের যে দুরুত্ব, এই দুরুত্বগুলো কাটিয়ে আগামী ডিসেম্বরের মধ্যে অবাধ-নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগনের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তা না হলে জনগন এই সরকারের বিরুদ্ধেও গণঅবস্থান নিবে এবং বাহিরের শক্তিগুলো আবারো মাথাছাড়া দিয়ে ওঠবে। যেহেতু এই সরকার গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতার বিপ্লবের ফসল, তাই গণহত্যার বিচার কার্য শেষে দ্রুত জাতীয় নির্বাচনের জন্য আমরা সরকারকে সহযোগিতা করবো।

সম্মেলনে বাংলাদেশ জন-অধিকার পার্টি নোয়াখালী জেলা শাখার আহবায়ক মওদুদ আহমেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে জেলা শাখার সদস্য সচিব মো. সাইফ, কবিরহাট উপজেলা শাখার আহবায়ক মো. আবদুল মান্নান, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আবদুল হামিদসহ জেলা, উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

এসময় বাংলাদেশ জন-অধিকার পার্টি নোয়াখালী জেলা শাখাসহ বিভিন্ন উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন