ডার্ক মোড
Monday, 27 March 2023
ePaper   
Logo
কোচ শ্রেউডারকে বরখাস্ত করল আয়াক্স

কোচ শ্রেউডারকে বরখাস্ত করল আয়াক্স

ক্রীড়া ডেস্ক

কোচ আলফ্রেড শ্রেউডারকে বরখাস্ত করেছে ডাচ লিগে ধুকতে থাকা আয়াক্স আমস্টারডাম।

বোলেনডামের সঙ্গে নিজেদের মাঠে ১-১ গোলে ড্র’র পর এমন সিদ্ধান্ত জানিয়েছে আয়াক্স।

এই ড্রয়ের পর ডাচ লিগের পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে নেমে গেছে জায়ান্ট ক্লাবটি। তালিকার শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বি ফেইনুর্ডের চেয়ে এখন ৭ পয়েন্টে পিছিয়ে রয়েছে আয়াক্স।

ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে ক্লাবের প্রধান নির্বাহী এডউইন ফন ডার সার বলেন, এটি খুবই বেদনাদায়ক, তবে প্রয়োজনীয় সিদ্ধান্ত। মৌসুমের শুরুটা যতই ভালো হোক না কেন, আমরা অপ্রয়োজনীয়ভাবে অনেকগুলো পয়েন্ট হারিয়েছি। ফুটবল এমনিতেই একটি অনিশ্চয়তার খেলা। তবে পরিস্থিতির পরিবর্তনের জন্য আমরা আলফ্রেডকে যেমন আস্থায় রেখেছি তেমনি সময়ও দিয়েছি। এখন আমরা নিশ্চিত হয়ে গেছি যে তিনি এই ধারার পরিবর্তন ঘটাতে পারবেন না।’

২০২২ সালের অক্টোবর থেকে ডাচ লিগে একটি ম্যাচও জিততে পারেনি আয়াক্স। ছিটকে গেছে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন