ডার্ক মোড
Friday, 19 April 2024
ePaper   
Logo
কোকা কোলা চুরির দায়ে সিঙ্গাপুরে ভারতীয় নাগরিকের কারাদণ্ড

কোকা কোলা চুরির দায়ে সিঙ্গাপুরে ভারতীয় নাগরিকের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

কোকা কোলার তিনটি ক্যান চুরির দায়ে ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে ছয় সপ্তাহের কারাদণ্ড দিয়েছে সিঙ্গাপুরের একটি আদালত। সিঙ্গাপুরের একটি স্থানীয় আবাসন এলাকার পাশের মিনিমার্ট থেকে ভারতীয় ১৭০ রুপি মূল্যের ক্যান তিনটি চুরির দায়ে মঙ্গলবার তাকে এই সাজা দেওয়া হয়েছে।

সিঙ্গাপুরের স্থানীয় সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া বলেছে, আদালতের দেওয়া জবানবন্দিতে জেসবিন্দর সিং ওরফে দিলবারা সিং (৬১) নামের ওই ব্যক্তি চুরির অভিযোগ স্বীকার করেছেন।

জেসবিন্দর সিং আদালতকে বলেছেন, গত ২৬ আগস্ট বুকিত মেরাহ পাবলিক হাউজিং এস্টেটের একটি মিনিমার্টের পাশ দিয়ে হাঁটছিলেন তিনি। সেই সময় মিনিমার্টের সামনে থামেন এবং ফ্রিজের দরজা খুলে কোকা কোলার তিনটি ক্যান বের করে নেন তিনি। পরে অর্থ পরিশোধ না করেই তিনি সেখান থেকে চলে যান।

ওই দিন সকালে দোকানের মালিক দোকান খোলার প্রস্তুতি নেওয়ার সময় তার স্ত্রী দেখতে পান ফ্রিজের দরজা সামান্য ফাঁক রয়েছে। পরে ওই দম্পতি সিসিটিভি ফুটেজে দেখতে পায়, ফ্রিজ থেকে সিঙ্গাপুরের ৩ ডলার মূল্যের তিনটি কোকা কোলার ক্যান চুরি করে নিয়ে যান জেসবিন্দর সিং।

এই ঘটনার পর ওই দম্পতি পুলিশকে ডেকে সিসিটিভি ফুটেজ হস্তান্তর করে। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে দোকানের ফ্রিজ থেকে কোকাকোলার ক্যান চুরি করা জেসবিন্দর সিংকে শনাক্ত এবং একই দিনে গ্রেপ্তার করে।

শুধু তাই নয়, পুলিশ অভিযান চালিয়ে জেসবিন্দরের ফ্ল্যাটের ফ্রিজ থেকে কোকা কোলার দুটি ক্যান উদ্ধার করে। পরে উদ্ধারকৃত ক্যান মিনিমার্টের মালিককে ফেরত দেওয়া হয়।

তৃতীয় ক্যানটি ভারতীয় বংশোদ্ভূত ওই ব্যক্তি পান করেন এবং তিনি কোনও ক্ষতিপূরণ দেননি বলে জানিয়েছেন সিঙ্গাপুরের পাবলিক প্রসিকিউটর।

সূত্র: চ্যানেল নিউজ এশিয়া।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন