ডার্ক মোড
Thursday, 27 February 2025
ePaper   
Logo
কুয়াকাটায় সাংবাদিক ও ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ চুরি

কুয়াকাটায় সাংবাদিক ও ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ চুরি

পায়রা বন্দর (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটায় গভীর রাতে ব্যবসায়ী ও সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল নগদ টাকা, স্বর্ণালংকারসহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মহিপুর থানাধীন আলীপুর থ্রি পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী মঞ্জু শরীফ জানান, সারাদিন কোম্পানির কালেকশন শেষে রাত ১টা ৪৫ মিনিটের দিকে বাসায় ফেরেন। রাত ২টার দিকে টাকা ও মালামাল রুমে রেখে পাশের কক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরের দরজার হুক ভাঙা এবং ২ লাখ ৮৬ হাজার নগদ টাকা, স্ত্রীর সাত ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল চুরি হয়েছে। তিনি ধারণা করছেন, চোরেরা আগেই ঘরের ভেতরে ওঁত পেতে ছিল।

একই রাতে সাংবাদিক জুয়েল ফরাজীর বাসায় চুরির ঘটনা ঘটে। সেসময় বাড়িতে কেউ না থাকায় চোরের দল ঘরে ঢুকে নগদ ১০ হাজার টাকা ও প্রায় তিন ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। সকালে প্রতিবেশীরা দরজা খোলা দেখে তাকে খবর দিলে তিনি ঘটনাস্থলে আসেন।

এ বিষয়ে মহিপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ হালদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোর চক্র শনাক্তের চেষ্টা চলছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন