ডার্ক মোড
Monday, 27 March 2023
ePaper   
Logo

কুড়িগ্রামে উগ্রবাদ প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে উগ্রবাদ প্রতিরোধে ছাত্র, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালে শেখ রাসেল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধন করেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

সেমিনারে মুল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ডিএমপি’র অতিরিক্ত পুলিশ সুপার রবিউল আরাফাত লেলিন।

কুড়িগ্রাম জেলা পুলিশের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প।

অনুষ্ঠানে জেলার কলেজ শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন