ডার্ক মোড
Thursday, 27 February 2025
ePaper   
Logo
কুমারখালীতে প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কুমারখালীতে প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়া কুমারখালীতে প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে তিন প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। (২৬ ফেব্রুয়ারি) বুধবার দুপুরে কুমারখালী তহবাজার ও ছাল পট্টিতে এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার জানান- ধান, চাল, আটা, ময়দা ও চিনির পরিবহনের জন্য পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। কিন্তু দোকান মালিকরা আইন অমান্য করে পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে এই আইন অমান্য করেছে।

কুমারখালী থানা পুলিশের সহায়তায়, কুষ্টিয়া পাট উন্নয়ন কর্মকর্তা মামুন অর রশিদের উপস্থিতিতে। অভিযানে চটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহারের অভিযোগে বাইজিত ষ্টোর, হোসেন ব্রাদার্স, খোকন ব্রাদার্সকে জরিমানা করা হয় । এসময় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ আইনে প্লাস্টিকের বস্তায় চাল ও প্লাস্টিকের বস্তা পাওয়ায়। তিন প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং সর্তক করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন