ডার্ক মোড
Friday, 19 April 2024
ePaper   
Logo
এ আর রহমানের সুরে গানের পর প্রথম বাংলা গানে অন্তরা

এ আর রহমানের সুরে গানের পর প্রথম বাংলা গানে অন্তরা

বিনোদন ডেস্ক

সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় ভারতের নন্দী সিস্টার্স। আর এর কারিগর হচ্ছেন বাঙালি দুই কন্যা অন্তরা নন্দী ও অঙ্কিতা নন্দী। এতদিন তারা বিভিন্ন ভাষায় গান গেয়ে থাকলেও এবার প্রথম বাংলায় গান গাইলেন অন্তরা নন্দী।

"চাঁদনি রাতে" শিরোনামে গানটি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। প্রকাশের পর গানটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

মূলত এ আর রহমানের একটি রিয়েলিটি শোয়ে নজর কেড়েছিলেন নন্দী সিস্টার্সের অন্তরা নন্দী। অন্তরার গানে মুগ্ধ হয়েছিলেন স্বয়ং এ আর রহমান। কিংবদন্তী এ শিল্পীর সুরে ইতোমধ্যে গানও গেয়েছেন অন্তরা। সেই গানে জনপ্রিয়তাও পেয়েছেন তিনি।

অন্তরা বলেন, বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করা আমার কাছে স্বপ্ন ছিল। 'চাঁদনী রাতে' শুধু সেই স্বপ্নকেই বাস্তবায়িত করেনি বরং এটি আমাকে একজন শিল্পী হিসেবে আমার একটি নতুন অভিজ্ঞতা হল।

নতুন এ গানটি জেএসই মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। গানটি সুর করেছেন নীলাঞ্জন ঘোষ।

এর আগে সিনেমায় "আলাইকাদল" শিরোনামের গানটিতে বেশ সাফল্য পেয়েছিলেন অন্তরা নন্দী।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন