ডার্ক মোড
Thursday, 25 April 2024
ePaper   
Logo
এলজিইডির প্রকল্প পরিচালকের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন

এলজিইডির প্রকল্প পরিচালকের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে এলজিইডির প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর উপর সাহাবুদ্দিন-এর নেতৃত্বে রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় কতিপয় দুস্কৃতকারী ঠিকাদার ১৫ জনের একটি দল হামলা চালায়।

উল্লেখ্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্রাহিম, এলজিইডির প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন-এর নেতৃত্বে সারাদেশে এলজিইডির আওতায় বিভিন্ন প্রকল্পের কাজ সরকারি বিধি মোতাবেক সুষ্ঠু ও নিরবচ্ছিন্নভাবে চলমান রয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে বিমান বন্দর সড়ক উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক সম্প্রতি ১ম ধাপে ২২০ কোটি টাকার দরপত্র আহবান করেন। দরপত্র সরকারি নিয়মনীতি যথাযথভাবে পালন করায় কয়েকজন ঠিকাদার বাদ পড়ে।

এটা জানার পর সাহাবুদ্দিন-এর নেতৃত্বে সঞ্জয় ভৌমিক, ফিরোজ, সুভাষ সহ ১৫ জনের একটি দুস্কৃতকারী চক্র প্রকল্প পরিচালকের ওপর হামলা চালায়। অফিস কক্ষ ভাংচুর করে।

সোমবার (৩০ জানুয়ারি) এলজিইডির প্রধান প্রকৌশলী অধিদপ্তরের সকল অতিরিক্ত প্রধান প্রকৌশলী সহ স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এমপির সহিত মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন এবং ঘটনার তীব্রনিন্দা জ্ঞাপন করেন। পাশাপাশি ঘটনার সাথে জড়িত দুস্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এর প্রতিবাদে সোমবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত সারাদেশে এলজিইডি অফিসের সামনে সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ মানব বন্ধন কর্মসূচি পালন করে।

এলজিইডি সদর দপ্তরে মানব বন্ধনে এলজিইডির প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী সহ সকল কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন