ডার্ক মোড
Monday, 05 June 2023
ePaper   
Logo
এলজিইডিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

এলজিইডিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

২৬ মার্চ ২০২৩ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে এলজিইডি বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করে।

সকালে এলজিইডির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এল জি আর ডি মন্ত্রী তাজুল ইসলাম এম পি , এবং প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন এর নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু সেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে প্রধান প্রকৌশলী গভীর শ্রদ্ধায় স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, তিনি বলেন, তাঁর ডাকেই আপামর জনতা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

তিনি মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাঁদেরকেও স্মরণ করেন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী নূর হোসেন হাওলাদার আরো বক্তব্য রাখেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলি আখতার হোসেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ রেজাউল করিম।

এছাড়া ভার্চুয়াল সভায় এলজিইডির বিভাগীয় এবং জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন