ডার্ক মোড
Monday, 05 June 2023
ePaper   
Logo
এলজিইডি'র ঢাকা জেলা মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এলজিইডি'র ঢাকা জেলা মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা জেলা এলজিইডির মাসিক অগ্রগতি পর্যালোচনা সভা (২৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার অত্র দপ্তরে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী ফিরোজ আলম তালুকদার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ রেজাউল করিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রভাস চন্দ্র বিশ্বাস।

এছাড়াও সভায় অংশগ্রহণ করেন জিডিপি-৩ প্রকল্পের পরিচালক আমিরুল ইসলাম খান, জিডিপি- ৪ প্রকল্পের পরিচালক আখতার হোসেন, জিডিপি-৩ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী এবিএম খোরশেদ আলম, ঢাকা জেলার সিনিয়র সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী, উপজেলা সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলীবৃন্দসহ ঢাকা জেলার বিভিন্ন প্রকল্পে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, নির্বাহী প্রকৌশলী ফিরোজ আলম তালুকদার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন