ডার্ক মোড
Thursday, 25 April 2024
ePaper   
Logo
এডিসের লার্ভা : ডিএনসিসির অভিযানে ২ লাখ টাকা জরিমানা

এডিসের লার্ভা : ডিএনসিসির অভিযানে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এডিসবিরোধী অভিযানে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় দুটি প্রতিষ্ঠানকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) ডিএনসিসির অঞ্চল-৩ এর আওতাধীন গুলশান-২ এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন বিশেষ মশক নিধন অভিযান পরিচালনা করেন।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন বলেন, অভিযানে বাসা বাড়ি, নির্মাণাধীন ভবনের ফাঁকা প্লট, ড্রেন, ঝোপঝাড়ে কিউলেক্স মশকবিরোধী অভিযান ও সমন্বিতভাবে এডিসবিরোধী অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় দুটি প্রতিষ্ঠানকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।

এদিকে ডিএনসিসির আওতাধীন অন্যান্য অঞ্চলেও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ডিএনসিসির মশক নিধনে নিয়োজিত কর্মীদের পাশাপাশি বাংলাদেশ স্কাউট ও বিএনসিসির সদস্যরাও মাঠে নেমেছে।

এছাড়া সহকারী স্বাস্থ্য কর্মকর্তারা ডিএনসিসির দশটি অঞ্চলের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করেন এবং মাইকিং করে জনসাধারণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন করেন।

এছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক প্রচারণার জন্য দশটি অঞ্চলে দশটি প্রচার টিম বিভিন্ন স্কুলে গিয়ে শিক্ষার্থীদেরকে সচেতন করে।

জানা গেছে, ২৯ মে থেকে আগামী ৫ জুন তারিখ পর্যন্ত এই বিশেষ অভিযান চালাবে ডিএনসিসি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন