ডার্ক মোড
Thursday, 28 March 2024
ePaper   
Logo
উন্নয়নশীল অংশীদারদের কাছে প্রযু‌ক্তি হস্তান্তরের পরামর্শ মোমেনের

উন্নয়নশীল অংশীদারদের কাছে প্রযু‌ক্তি হস্তান্তরের পরামর্শ মোমেনের

নিজস্ব প্রতিবেদক

ব্রিকসের সদস্য রাষ্ট্রগুলোকে তাদের সাশ্রয়ী প্রযুক্তি উন্নয়নশীল অংশীদারদের কাছে হস্তান্তরের পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (২ জুন) দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ফ্রেন্ডস অব ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়ে এ পরামর্শ দেন মন্ত্রী।

মোমেন বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট দেশগুলোকে আঞ্চলিক ও বহুপাক্ষিক প্লাটফর্মে আরও সহযোগিতা করা জরু‌রি।

তিনি অর্থনৈতিক ও পরিবেশগত সংকট মোকাবিলায় আরও সমন্বিত পদ্ধতির প্রয়োজনীয়তার ওপর জোর দেন। মোমেন বিশেষ করে পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেন, যাতে জাতিসংঘের এসডিজিতে কেউ পিছিয়ে না থাকে।

দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী ড. নালেদি পান্ডোরের আমন্ত্রণে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন ড. মোমেন।

বৈঠকের থিম ছিল– ‘পারস্পরিক ত্বরান্বিত প্রবৃদ্ধি, টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক বহুপাক্ষিকতা’। ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, চীন, কাজাখস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে অংশ নেন।

উল্লেখ্য, বাংলাদেশ ২০২১ সালে ব্রিকসের উদ্যোগে পরিচালিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন