
উদ্যাপিত হতে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী
নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার যথাযোগ্য মর্যাদা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আগারগাঁওস্থ কোস্ট গার্ড সদর দপ্তরে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, এনডিসি, পিএসসি (অব:)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) জনাব মোঃ খোদা বখস চৌধুরী এবং সম্মানিত সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনাব নাসিমুল গণি।
পাশাপাশি উক্ত অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি উপস্থিত থাকবেন। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়, কূটনৈতিক ব্যক্তিবর্গ, সামরিক ও অসামরিক অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠানে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ কোস্ট গার্ড এর কর্মকর্তা, নাবিক এবং অসামরিক ব্যক্তিবর্গের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য ১০ জন কে বাংলাদেশ কোস্ট গার্ড পদক, ১০ জন কে বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক, ১০ জন কে প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক এবং ১০ জন কে প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক, মোট ৪০ জনকে প্রদান করবেন। উক্ত অনুষ্ঠানে নিম্নবর্ণিত কোস্ট গার্ড সদস্যবৃন্দ বিভিন্ন শাখায় পদক লাভ করবেনঃ
ক। বাংলাদেশ কোস্ট গার্ড পদক (বিসিজিএম)
ক্রমিক পি নং/ স: সংখ্যা নাম
১। ৬৮৩ রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী, ওএসপি, এনপিপি, এনডিসি, পিএসসি
২। ৯৬১ কমডোর মোঃ রাশেদ সাত্তার, (এন), এনইউপি, পিএসসি, বিএন
৩। ১০৭৫ ক্যাপ্টেন মোঃ জহিরুল হক, (সি), বিসিজিএমএস, পিএসসি, বিএন
৪। ১২২০ ক্যাপ্টেন মোহাম্মদ শাহীন মজিদ, (জি), পিএসসি, বিএন
৫। ১২৬৪ ক্যাপ্টেন মোহাম্মদ সোহেল আজম, (জি), এনইউপি, এনসিসি, পিএসসি, বিএন
৬। ১৪১৭ ক্যাপ্টেন মীর মোঃ মাহবুবুল হাসান, (এনডি), এনইউপি, পিএসসি, বিএন
৭। ২৯৭১ লেঃ কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ, (এক্স), বিএন
৮। ৩১১০ লেঃ কমান্ডার এইচ. এম. এম. হারুন-অর-রশীদ, (এক্স), বিএন
৯। ৯৮০৪৫৭ মোঃ বাবুল আক্তার, সিপিও (এফসি-১)
১০। ২০০৬০৬৮৭ মোহাম্মদ ইয়াকুব আলী, পিও (এফসি-১)
খ। প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক (পিসিজিএম)
ক্রমিক পি নং/ স: সংখ্যা নাম
১। ১৭৭৭ কমান্ডার মোঃ মাহ্ফুজুর রহমান, (জি), পিএসসি, বিএন
২। ১৯৫০ লেঃ কমান্ডার আব্দুল্লাহ্-আল-মামুন, (জি), পিপিএম, বিএন
৩। ২৮০২ লেঃ কমান্ডার মোঃ সুয়াইব বিকাশ, (এক্স), বিএন
৪। ৩২৫১ লেঃ মোঃ মুনতাসির ইবনে মহসীন, (এক্স), বিএন
৫। ৩৪০৩ লেঃ রুহান মনজুর, (এক্স), বিএন
৬। ৯৭০০৩৩ মোঃ মিজানুর রহমান, সিপিও (টিডি-১)
৭। ২০০৫০৪০৭ মোঃ শাহ আলম, ইএ-৪
৮। ২০২০০৬৮৮ মোঃ বেলাল হোসেন, ইআরএ-৪
৯। ২০১৭০৫০৬ নুর মোহাম্মদ, এবি (এফসি-৩)
১০। ২০১৮০৩৫২ মোঃ সাজেদুল ইসলাম সাজ্জাদ, এবি (এফসি-৩)
গ। বাংলাদেশ কোস্ট গার্ড পদক (বিসিজিএমএস) সেবা
ক্রমিক পি নং/ স: সংখ্যা নাম
১। ১১১০ ক্যাপ্টেন শেখ মোহাম্মদ মেজবাহ উদ্দিন, (এন), পিএসসি, বিএন
২। ১১১৫ ক্যাপ্টেন মোহাম্মদ শহীদুল হক, (এইচ-১), পিএসসি, বিএন
৩। বিএ-১০০৯৪৯ সার্জন কমান্ডার এস এম বেলাল উদ্দিন, এমপিএইচ, এমফিল
৪। ১৫৬৬ কমান্ডার আকতার জামান চিশতী, (ই), পিএসসি, বিএন
৫। ১৬৪৮ কমান্ডার মাজহারুল ইসলাম, (জি), পিএসসি, বিএন
৬। ১৯০০ কমান্ডার মোদাসসেরুল হক, (ট্যাজ), পিএসসি, বিএন
৭। ২৬৩৩ লেঃ কমান্ডার মোঃ মোহাইমিনুল হক মাহিম, (এল), বিএন
৮। ২০০৮০৫৮০ মোঃ মনোয়ার হোসেন, এলএস (টিডি-১)
৯। ২০১১০৩৭৯ মোঃ রাশেদুর রহমান, লিডিং রাইটার
১০। ২০১৭০৭০৬ নাহিদ হাসান জনি, আরইএ-৪
ঘ। প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক (পিসিজিএমএস) সেবা
ক্রমিক পি নং/ স: সংখ্যা নাম
১। ১২২৯ ক্যাপ্টেন রিয়াদ ইবনে জামাল, (ই), এনজিপি, পিএসসি, বিএন
২। ১২৫৫ ক্যাপ্টেন এস এম সুমন হায়দার, (সি), এনজিপি, পিএসসি, বিএন
৩। ৯৩০৪৯৭ মোহাম্মদ ফকরুল ইসলাম, এসসিপিও (ক্যাট)
৪। ২০০০০২১৪ মোঃ মনোয়ার হোসেন, সিপিও (রাইটার)
৫। ২০০২০১৬১ মোঃ জাকারিয়া, সিপিও (রাইটার)
৬। ২০১১০৮১২ মোঃ এহসানুল হক, এলএস (এফসি-১)
৭। ২০১২০৩৯৮ লুৎফর রহমান তারেক, লিডিং রাইটার
৮। ২০১২০৯৫৪ শফিউল ইসলাম তালুকদার, এলপিএম
৯। ২০১৩০৩৩৫ মোঃ সাইফুল ইসলাম, এলআরও(জি)
১০। ৯৫০০০৯ মোঃ আবু তাহের, ফটোকপি অপারেটর
বাংলাদেশের ১৯টি উপকূলীয় অঞ্চল ও তৎসংলগ্ন নদীতীরবর্তী এলাকা এবং বঙ্গোপসাগরের ১ লক্ষ ১৮ হাজার ৮১৩ বর্গ কিলোমিটার সুবিশাল সমুদ্র অঞ্চলের অর্থনৈতিক ও সার্বিক নিরাপত্তা দিতে ১৯৯৪ সালে ‘Gurdian at Sea’ মূলমন্ত্র নিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯৫ সালের ১৪ই ফেব্রুয়ারি বাংলাদেশ কোস্ট গার্ডের পথ চলা শুরু হয়। দেশের সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ, জনগণের জানমাল রক্ষা, চোরাচালান, মাদক ও মানব পাচার দমনের পাশাপাশি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও সহায়তা প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড দেশের মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার বিশ্বস্ত প্রতীকে পরিণত হয়েছে। এছাড়াও কোস্ট গার্ডের নিরলস প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দর ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকা থেকে বর্তমানে একটি নিরাপদ বন্দরে পরিণত হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড এর ২০২৪ সালের উল্লেখযোগ্য অর্জনসমূহ নিম্নরুপঃ
অভিযান/অপারেশানের নাম ২০২৪ সালের সাফল্য
চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ২৩৮ কোটি ১৪ লক্ষ টাকা মূল্যমানের বিভিন্ন অবৈধ চোরাচালান দ্রব্য সামগ্রী জব্দ করা হয়।
মৎস্য সম্পদ রক্ষা ৮,৮০০ কোটি ৮৪ লক্ষ ৫৪ হাজার ০১৫ টাকা মূল্যমানের নিম্নলিখিত অবৈধ দ্রব্যাদি জব্দ করা হয়ঃ
ক। জাটকা- ৩,০২,২৪৩ কেজি
খ। কারেন্ট জাল- ১০৩,৬০,৮৯,৫৭২ মিঃ গ। অন্যান্য জাল- ৪০,৯৩,৩১,৫২২ মিঃ
ঘ। বেহুন্দী/মশারী জাল- ৭৪,২৩,২৫৯ পিস
ঙ। চিংড়ি/ ফাইসা পোনা-২৩১,৬১,৭০,২২০ পিস
চ। জেলি পুশকৃত চিংড়ি- ১৩,২০,৯৮,৯৮৫ কেজি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
নিম্নলিখিত অবৈধ মাদক দ্রব্যাদি জব্দ করা হয়ঃ
ক। ইয়াবা- ৭,৫৩,৪৮৪ পিস
খ। বিভিন্ন প্রকার বিয়ার- ২,২৯৬ বোতল/ক্যান
গ। সিগারেট-১,০১,০৮০ শলাকা
ঘ। ক্রিস্টাল মেথ (আইস)- ০৬ কেজি
ঙ। দেশীয় মদ- ৪৬ লিটার
চ। গাঁজা- ২৩৩.৯৮৯ কেজি
চ। মাদক ব্যবসায়ী/পাচারকারী- ১১১ জন
অস্ত্র উদ্ধার নিম্নলিখিত অবৈধ অস্ত্রাদি জব্দ করা হয়ঃ
ক। অস্ত্র- ৫৫টি
খ। তাজা গোলা- ১৪৮ রাউন্ড
গ। ব্ল্যাংক কার্টিজ- ০৯ রাউন্ড
ঘ। ম্যাগাজিন- ০৮টি
ঙ। বোমা- ৬০টি
বনজ সম্পদ রক্ষা ২৪ লক্ষ ৩৭ হাজার টাকা মূল্যের প্রায় ১,৬৮৯ ঘনফুট বিভিন্ন প্রকার কাঠ জব্দ করা হয়।
পরিবেশ রক্ষা ক। হরিণের মাংস - ৬৪৩ কেজি
খ। হরিণের চামড়া- ২৫টি
গ। হরিণের মাথা- ৩৩টি
ঘ। তক্ষক- ০১টি
ঙ। পলিথিন- ২৭,৫২৯ কেজি
চ। ইউরিয়া সার- ৮৫ কেজি
ছ। চোরাকারবারী- ১৫ জন
উদ্ধার অভিযান ক। নৌ পথে দুর্ঘটনা কবলিত ২৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়।
খ। নৌ পথে দুর্ঘটনা কবলিত ৩২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।
গ। ১৯ জন অপহৃত জেলে/বাওয়ালীকে উদ্ধার করা হয়।
অতি সম্প্রতি বাংলাদেশ কোস্ট গার্ড এর তত্বাবধানে পাশ্ববর্তীদেশ কর্তৃক আটককৃত ৯০ জন বাংলাদেশী জেলেকে ০২ টি বোটসহ ফিরিয়ে নিয়ে এসে স্ব স্ব পরিবারের নিকট হস্থান্তর করা হয়েছে। এছাড়া বাংলাদেশ মায়ানমার সীমান্তবর্তী নাফ নদীতে অবৈধ অনুপ্রবেশ, অবৈধভাবে মানব পাচার, চোরাচালান, মাদক পাচার রোধ এবং সঠিক নিরাপত্তা নিশ্চিতকল্পে ২৪ ঘন্টা টহল কার্যক্রম চলমান রয়েছে। কোস্ট গার্ড-এর দায়িত্বাধীন এলাকায় রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে মায়ানমার থেকে আগত রোহিঙ্গাসহ ছোট বড় অনেক বোট ও জলযান মায়ানমার ফেরত/ হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকল্পে শাহপরীর সাবরাং এ কোস্ট গার্ড স্টেশন এবং আউট পোস্ট শাহপরীর জেটিতে অত্যাধুনিক রাডার স্থাপন করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড সীমিত সম্পদ ও জনবল নিয়ে বঙ্গোপসাগরের সন্নিহিত এলাকায় মৎস্য আহরণকারী জেলেদের নিরাপত্তা নিশ্চিতকল্পে সর্বদা সচেষ্ট রয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড নিরবচ্ছিন্নভাবে তার দায়িত্বাধীন এলাকায় নিয়মিত টহল অভিযান পরিচালনা করে থাকে। বঙ্গোপসাগরের সুন্দরবন এলাকা, মোংলা বন্দর, পায়রা বন্দর, চট্টগ্রাম ও কুতুবদিয়া বহিঃনোঙ্গরে এবং সেন্টমার্টিন্সসহ বিশাল গভীর সমুদ্রে এ বাহিনীর বিভিন্ন ধরণের জাহাজ ও দ্রুতগতি সম্পন্ন বোট সার্বক্ষণিক টহলে নিয়োজিত রয়েছে। এছাড়াও বাংলাদেশ কোস্ট গার্ড অপারেশনাল কর্মকান্ড পরিচালনার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় গরীব-দুঃস্থ জেলে ও প্রান্তিক জনগণের মাঝে আর্তমানবতার সেবায় বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে থাকে। সময়ের পরিক্রমায় ও সুদূরপ্রসারী পরিকল্পনার নিপুণ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ডকে কার্যকর, শক্তিশালী ও সুদক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলে দেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে এ বাহিনীর প্রতিটি সদস্য উজ্জীবিত ও বদ্ধপরিকর।