ডার্ক মোড
Friday, 26 April 2024
ePaper   
Logo
ঈশ্বরদী-রুপপুর রেল লাইন উদ্বোধন

ঈশ্বরদী-রুপপুর রেল লাইন উদ্বোধন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,রেলের উন্নয়নে সরকার কাজ করছে বলে প্রধান মন্ত্রী জানান,গত চৌদ্দ বছরে দেশে ৬’শ ৫০ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হয়েছে। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিন রেলপথ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশে চলমান বিভিন্ন উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন,বিএনপি জামায়াত আমলে রেলখাতকে ধ্ভংস করে দেওয়া হয়েছিল আওয়ামীলীগ সরকার তা পুনঃউদ্ধার করে রেলকে লাভজনক অবস্থায় পরিণত করেছে। যারা এক সময় এর বিরোধীতা করেছিল তারাই আবার প্রস্তাব দেয় তারাই প্রস্তাব দেয় রেল সেতু করতে। তাই যমুনা নদীর উপর াামরা নতুন রেলসেতু নির্মাণ করছি। বঙ্গবন্ধু রেলসেতুর কাজ এগিয়ে চলছে। ভারতের সাথে ১৯৬৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধ হওয়ার সময় যে সমস্ত রেল লিংকগুলো বন্ধ ছিল একে একে সেগুলো আমরা উন্মুক্ত করে দিচ্ছি।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে গণভবন প্রান্ত হতে ভার্চুয়ালি উপস্থিত থেকে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য সুষ্ঠ পরিবহণ ব্যবস্থা স্থাপনের কল্পে এবং রেলের আয় বর্ধিত করণের লক্ষে ঈশ্বরদী বাইপাস টেকঅফ পয়েন্ট হতে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত ২৬ কিঃমিঃ রেল যোগাযোগ স্থাপনের উদ্বোধন কালে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
রেলপথ মন্ত্রী এড.নুিরুল ইসলাম সুজনের সভাপতিত্বে ভার্চুয়ালি বক্তব্য দেন,রেলপথ সচিব,ড.মোঃ হুমায়ুন কবীর ও ভারতের বাংলাদেশস্থ ভারপ্রাপ্ত হাই কমিশনার ড.বিনয় জজ। ঈশ^রদী প্রান্তে উপস্থিত হয়ে উদ্বোধনকৃত প্রকল্প নিয়ে বক্তব্য দেন,পশ্চিমাঞ্চল রেলে জিএম অসীম কুমার তালুকদার, প্রধান প্রকৌশলী আসাদুল হক ও পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাহ সুফি নূর মোহাম্মদ।

এসময় পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, সংরক্ষিত মহিলা আসনের এমপি নাদিরা ইয়াসমিন জলি,পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান আ,স,ম,আব্দুর রহিম পাকন ,পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল,পাকশী রেলওয়ে জেলা পুলিশ সুপার সাহাবউদ্দিন,পাবনা পুলিশ সুপার আকবর আলী মুন্সি,ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে আইজাল হোসেন ও ইমরান হোসেন,জাতীয় সাংবাদিক সোসাইটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সচিব ও ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএ আজাদ হান্নানসহ উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

৩৩৫কোটি ৬৭ লক্ষ দশমিক ৩৮ হাজার টাকা ব্যায়ে ১১ দশমিক ৩৪৫ কিঃমিটার রুটের জন্য ২৫ দশমিক ৯৫৬ কিঃমিটার ট্র্যাক,রুপপুর স্টেশন ও ঈশ্বরদী স্টেশনে কম্পিউটার বেইজড ইন্টারকলড্ (সিবিআই) সিগন্যালিং স্থাপন করা হয়েছে। রুপপুর স্টেশনে নন-ইন্টারকলড কালার লাইট সিগন্যাল স্থাপন কাজের উদ্বোধন করা হয়।

এই উদ্বোধনের মাধ্যমে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মালামালসহ ইপিজেড অন্যান্য প্রতিষ্ঠানের মালামাল পরিবহণের পরিবেশ সৃষ্টি হলো এতে করে আগামিতে সব কিছু ঠিকঠাকভাবে অপারেশন করা হলে রেল কর্তৃপক্ষ প্রচুর রাজস্ব আয় করতে পারবে। বাংলাদেশ সরকারের অর্থায়নে জিপিটি-এসইএল-সিসিসি নামক ঠিকাদারী প্রতিষ্ঠানের জয়েন্ট ভেন্চারে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়।

এদিকে এই উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে গত প্রায় এক সপ্তাহ ধরে পশ্চিমাঞ্চল রেলের ও পাকশী বিভাগীয় রেলের উচ্চ পদস্থ কর্মকর্তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করায় এলাকায় সাধারণ জনগণের মধ্যে একটা আলাদা ধরনের আনন্দের ছাপ স্পষ্ট হয়ে ওঠে।

ঈশ্বরদী-রুপপুর রেল লাইন উদ্বোধন
ঈশ্বরদী-রুপপুর রেল লাইন উদ্বোধন

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন