ডার্ক মোড
Friday, 19 April 2024
ePaper   
Logo
ইসরায়েলিদের হাতে অস্ত্র তুলে দেওয়ার পরিকল্পনা নেতানিয়াহুর

ইসরায়েলিদের হাতে অস্ত্র তুলে দেওয়ার পরিকল্পনা নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, সাধারণ ইসরায়েলিদের হাতে অস্ত্র তুলে দেওয়ার পরিকল্পনা করছেন তারা।

গত শুক্রবার (২৭ জানুয়ারি) জেরুজালেমের একটি ইহুদি উপাসনালয়ের সামনে ৭ ইসরায়েলিকে গুলি করে হত্যা করেন এক ফিলিস্তিনি। এরপর শনিবার মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠকে বসেন বেঞ্জামিন নেতানিয়াহু। বৈঠক শেষে এ ঘোষণা দেন তিনি। ইসরায়েলের বর্তমান মন্ত্রিপরিষদে একাধিক উগ্রপন্থী এবং আরব বিদ্বেষী সদস্য আছেন।

নেতানিয়াহু জানিয়েছেন, সাধারণ ইসরায়েলিরা যেন অস্ত্র বহনের লাইসেন্স সহজে পান সেই ব্যবস্থা করবেন তারা। এছাড়া যেসব ফিলিস্তিনি ইসরায়েলিদের ওপর হামলা চালাবে তাদের বাড়ি তাৎক্ষণিক সিলগালা করে দেওয়া হবে। এরপর সেটি ভেঙে ফেলা হবে বলেও জানিয়েছেন তিনি।

তবে সাধারণ ইসরায়েলিদের হাতে অস্ত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত দ্বন্দ্ব ও সংঘাত আরও বাড়াবে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার কূটনৈতিক সম্পাদক জেমস বেস দখলকৃত পূর্ব জেরুজালেম থেকে জানিয়েছেন, বর্তমানে যেসব ইসরায়েলিদের অস্ত্র বহনের লাইসেন্স আছে তাদের অস্ত্র বহন করতে উদ্বুদ্ধ করছে পুলিশ। এরমধ্যে আরও ইসরায়েলির হাতে অস্ত্র তুলে দেওয়ার পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

সাংবাদিক জেমস বেস বলেছেন, ‘নেতানিয়াহু ইসরায়েলিদের বলছেন তারা যেন আইন নিজ হাতে তুলে না নেন। তখন তিনি সেই হাতেই অস্ত্র তুলে দিচ্ছেন।’

তিনি জানিয়েছেন, এটি মূলত ফিলিস্তিনি পরিবারগুলোকে ‘সমষ্টিগত শাস্তি’ দেওয়ার জন্য করছেন তিনি। যা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন।

আল জাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেছেন, ‘ইসরায়েলিদের হাতে অস্ত্র তুলে দিলে দ্বন্দ্ব আরও বাড়তে পারে। ইতোমধ্যেই জেরুজালেমে অনেক ইসরায়েলির কাছে অস্ত্র আছে। সেই সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা করছে তারা।’

সূত্র: আল জাজিরা

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন