ডার্ক মোড
Friday, 28 February 2025
ePaper   
Logo
ইজিবাইকের ভাড়া নিয়ে সিন্ডিকেট, প্রতিবাদ করায় দর্শনার্থীদের ওপর হামলা

ইজিবাইকের ভাড়া নিয়ে সিন্ডিকেট, প্রতিবাদ করায় দর্শনার্থীদের ওপর হামলা

 

কুমারখালী ( কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার কুমারখালীতে সিন্ডিকেটের অতিরিক্ত ভাড়া না দেওয়ায় দর্শনার্থীদের ওপর হামলা চালিয়েছেন ইজিবাইক চালকরা। বৃহস্পতিবার ( ২৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২ টার দিকে উপজেলার শিলাইদহ রবীন্দ্র ঠাকুরের কাচারিরবাড়ি এলাকার মোড়ে এ ঘটনা ঘটে। এতে আহত হয়ে এক দর্শনার্থী শিলাইদহ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিবল্পনা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত দর্শনার্থীর নাম আনোয়ার হোসেন মাসুম ( ৪৪)। তিনি ঝিনাইদহ প্রথম আলো বন্ধু সভার উপদেষ্টা মণ্ডলীর সদস্য। এছাড়াও তিনি ঝিনাইদহ সদরের আদর্শপাড়া এলাকার আনছার উদ্দিনের ছেলে।

সরেজমিন গিয়ে দেখা যায়, শিলাইদহ ইউপি স্বাস্থ্য কেন্দ্রের একটি বেডে শুয়ে আছেন আহত দর্শনার্থী। সেখানে তথ্য সংগ্রহ করছে পুলিশ। পাশে দাঁড়িয়ে সহপাঠীরা।

এ সময় আহত দর্শনার্থী আনোয়ার হোসেন বলেন, কাচারিরবাড়ি থেকে কুঠিবাড়িতে যাওয়ার জন্য ২০ টাকার ভাড়া ৫০ টাকা দাবি করে ইজিবাইক চালকরা। এ নিয়ে চালকদের সঙ্গে তর্কাতর্কি হয়। পরে ২০ টাকা মিটিয়ে একটি ভ্যানে উঠে কুঠিবাড়ির দিকে যাচ্ছিলাম। পথে কাচারিরবাড়ি মোড়ে কয়েকটি অটো ও সিএনজি এসে পথ অবরোধ করে কাঠের লাঠি দিয়ে মারধর শুরু করেন। তার ভাষ্য, চালকদের সিন্ডিকেটের কারণে দর্শনার্থীরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। তিনি সকল ঘটনায় থানায় লিখিত অভিযোগ করবেন।

ঝিনাইদহ প্রথম আলো বন্ধু সভার উপদেষ্টা মণ্ডলীর আরেক সদস্য সাকিব মোহাম্মদ আল হাসান বলেন, প্রথম আলো বন্ধু সভার ৪৫ জন সদস্য বাসে করে সকালে রবীন্দ্র কুঠিবাড়িতে ঘুরতে এসেছেন। দুপুরে ভ্যানে করে কাচারিরবাড়ি দেখতে গিয়েছিলাম। ফেরার পথে সিন্ডিকেট চালকরা হামলা চালিয়েছে। পরে স্থানীয়রা আমার উদ্ধার করে হাসপাতালে এনেছেন।

স্থানীয়রা জানান, ভাড়া নিয়ে চালকদের সঙ্গে দর্শনার্থীদের প্রথমে তর্কাতর্কি হয়। পরে চালকরা সঙ্গবদ্ধ হয়ে হামলা চালিয়েছে। ইজিবাইক চালক ইমরান, ইমান আলীসহ কয়েকজন এ হামলায় জড়িত বলে জানা গেছে। ঘটনার পর থেকে তারা গাঁ ঢাকা দিয়েছেন।

ইজিবাইকদের চালকদের সিন্ডিকেটের কাছে অসহায় দর্শনার্থীরা বলে জানান রবীন্দ্র কুঠিবাড়ীর কাস্টোডিয়ান মো. আল আমিন। তিনি বলেন, হামলার ঘটনায় জড়িতদের ব্যবস্থা নিতে পুলিশকে জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে কুষ্টিয়া ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক ( ওসি) কে ( ০১৩২০১৬০১১০) ফোন দেওয়া হয়। তিনি কলটি রিসিভ করে সাংবাদিক পরিচয় শুনে তার নাম - পদবি ও ঘটনার বিষয় না জানিয়ে ফোনটি কেটে দেন। পরে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, অতিরিক্ত ভাড়া চাওয়াকে কেন্দ্র করে দর্শনার্থীদের ওপর চালকরা হামলা চালিয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন