ডার্ক মোড
Thursday, 25 April 2024
ePaper   
Logo
ইউক্রেনের সঙ্গে ফের শান্তি সংলাপ শুরু করতে যে শর্ত দিল রাশিয়া

ইউক্রেনের সঙ্গে ফের শান্তি সংলাপ শুরু করতে যে শর্ত দিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান বন্ধে কিয়েভের সঙ্গে ফের শান্তি সংলাপ শুরু করতে চায় মস্কো, কিন্তু এক্ষেত্রে শর্ত হলো— দেশটির সেনাবাহিনী থেকে ন্যাটোর সব যুদ্ধপ্রশিক্ষক ও বাইরের বিভিন্ন দেশ থেকে যোগ দেওয়া সব স্বেচ্ছাসেবী সৈন্যকে বিদায় নিতে হবে।

সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপ নিয়মিত ইউক্রেনকে যে সামরিক সহায়তা দিচ্ছে—তা স্থগিতের পাশাপাশি ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলের যে চার প্রদেশ সম্প্রতি রাশিয়ার অন্তর্ভূক্ত হয়েছে, সেসবের ওপর দাবিও ছেড়ে দিতে হবে ইউক্রেনকে।

শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের প্রধান আলেক্সান্দার দারশিয়েভ দেশটির বৃহত্তম সংবাদসংস্থা তাস নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকারে দারশিয়েভ বলেন, ‘(ইউক্রেনের সঙ্গে) আমরা ফের শান্তি সংলাপ শুরু করতে চাই…কিন্তু ভলোদিমির জেলনস্কির সরকারকে টিকিয়ে রাখতে পশ্চিমা দেশগুলো যেভাবে বন্যার মত অস্ত্র সরবরাহ করে যাচ্ছে— এটা যদি বন্ধ না হয় এবং ইউক্রেনের সেনাবাহিনী থেকে ন্যাটোর যুদ্ধপ্রশিক্ষক ও স্বেচ্ছাসেবী সৈনিকরা যদি বিদায় না নেয়, তাহলে তা সম্ভব নয়।’

‘পাশাপাশি আমরা আরও বলতে চাই— আমাদের সবাইকেই বাস্তবতা মেনে নিতে হবে। যেসব অঞ্চল রাশিয়ার অন্তর্ভুক্ত হয়ে গেছে, সেসবের ওপর আর দাবি রাখা যাবে না।’

পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোকে ঘিরে দীর্ঘ চার বছর টানাপোড়েন চলার পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনীকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন পুতিন। গত ১০ মাসের এই যুদ্ধে উভয়পক্ষে মৃত্যু হয়েছে হাজার হাজার মানুষের।

যুদ্ধ শুরুর এক সপ্তাহের মধ্যেই অবশ্য বেলারুশের গোমেল শহরে শান্তি সংলাপে বসেছিল রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিরা শান্তি সংলাপ শুরু করেছিলেন, পরে তা আঙ্কারায় স্থানান্তর করা হয়।

কিন্তু কিছু বিষয়ে দুই দেশের প্রতিনিধিরা ঐকমত্যে না পৌঁছাতে পারায় গত জুন মাস থেকে বন্ধ আছে দুই দেশের শান্তি সংলাপ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন