ডার্ক মোড
Tuesday, 18 March 2025
ePaper   
Logo
আছিয়া হত্যার বিচারের দাবিতে নোয়াখালীর নবগ্রামে মানববন্ধন

আছিয়া হত্যার বিচারের দাবিতে নোয়াখালীর নবগ্রামে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি

"নিরাপদ থাকুক সকল মা বোন, দেশে বন্ধ হোক ধর্ষণ নির্যাতন" এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী ধর্ষণের ভয়াবহতা ও হত্যা নির্যাতনের প্রতিবাদে নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রাম বাজারে মানববন্ধন করেছে স্থানীয় ভুমিহীন সংগঠনের সদস্য, স্কুল-কলেজ শিক্ষার্থীসহ স্থানীয় সচেতন মহল।

কিশোরী-কিশোর, ভুমিহীন সংগঠন ও নিজেরা করি সংস্থার থানার হাট উপকেন্দ্রের আয়োজনে সোমবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১ টায় উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রাম বাজারে অবস্থিত ধানসিঁড়ি কলেজের সামনের সড়কে সর্বস্তরের ছাত্র জনতার উপস্থিতিতে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, বর্তমানে দেশের যে পরিস্থিতি চলছে, এই ভাবে চলতে থাকলে দেশের অবস্থা ভয়াবহ রুপ ধারন করবে। মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ পরবর্তী মৃত্যুতে আজ সারাদেশকে নাড়া দিয়েছে, অন্য দিকে ইতিমধ্যে নোয়াখালীর কবিরহাট, কোম্পানীগঞ্জসহ জেলার বিভিন্ন স্থানেও অনাকাঙ্খিত ঘটনা গুলো আমাদেরও লজ্জিত করেছে। বর্তমান প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে আরো বলেন, আমরা সরকারের বিপক্ষে নয়, তবে তিনি সারাদেশে যেই ঘটনা গুলো ঘটতেছে সেগুলোকে যেনো গুরুত্ব দিয়ে অতি দ্রুত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন।

থানারহাট ভূমিহীন অঞ্চল কমিটির সভাপতি নুরুল হক মেম্বারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল হালিমের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ চন্দ্র ভৌমিক, ধানসিঁড়ি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, নিজেরা করি সংস্থার অঞ্চল সমন্বয়ক পরিতোষ দেবনাথ, নবগ্রাম বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম মাষ্টার, নবগ্রাম বাজারের ব্যাবসায়ী ডাক্তার আবদুর রহমান, ভূমিহীন নেতা সিদ্দিক মাঝি, সফি উল্ল্যা, ছাত্র কামরুল ইসলাম, মোঃ আকাশ প্রমূখ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন