ডার্ক মোড
Friday, 29 March 2024
ePaper   
Logo
আইনমন্ত্রী ও অ্যাটর্নির পদত্যাগ দাবিতে কালো পতাকা মিছিল

আইনমন্ত্রী ও অ্যাটর্নির পদত্যাগ দাবিতে কালো পতাকা মিছিল

আদালত প্রতিবেদক

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে আইনজীবী ও সাংবাদিকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ, নতুন কমিশন গঠনের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ ও কালো মিছিল করেছে বিএনপিপন্থি আইনজীবীরা।

সোমবার (২০ মার্চ) দুপুরে সুপ্রিম কোর্ট চত্বরে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন। বিক্ষোভ সমাবেশে ঢাকা আইনজীবী সমিতির বিএনপিপন্থি আইনজীবী যোগ দেন।

কালো পতাকা মিছিলে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী, মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপির প্যানেলের সভাপতি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট আব্দুল জাব্বার ভুঁইয়া, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, ঢাকা আইনজীবী সমিতি সাবেক সভাপতি মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট খোরশেদ আলম মিয়া প্রমুখ।

আইনমন্ত্রী ও অ্যাটনি জেনারেলকে সুপ্রিম কোর্ট বার নির্বাচনে আইনজীবী এবং সাংবাদিকদের ওপর পুলিশের হামলার নির্দেশদাতা উল্লেখ তাদের পদত্যাগ দাবি করেন আইনজীবী নেতারা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন